ম্যাগাজিনের জন্য টপলেস কিংবা বিবসনা হয়ে ছবি তোলাটা হলিউডি অভিনেত্রীদের ক্ষেত্রে মোটেও নতুন কোনো বিষয় নয়। সম্প্রতি সেপথ মাড়িয়েছেন অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রো। জানা গেছে, মার্কিন এক ম্যাগাজিনের জন্য বিবসনা হয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। খবর স্ক্রিন ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারের আগস্ট ইস্যুর জন্য ইতোমধ্যেই টপলেস হয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন গিনেথ। একটি জুয়েলারি ব্র্যান্ডের মডেল হিসেবেই তিনি ছবিগুলো তুলেছেন।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ‘কান্ট্রি স্ট্রং’খ্যাত এই তারকাকে যথেষ্ট খোলামেলা এবং আবেদনময়ী ভঙ্গিতেই দেখা যাবে ছবিগুলোতে।
জানা গেছে, ছবিগুলো তোলার সময় ফরাসি একটি ফ্যাশন হাউসের নেকলেস, কানের দুল এবং আংটি পরেছিলেন গিনেথ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটক




৫:৪১ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন