রবিবার, ৩ জুলাই, ২০১১

বিকিনি বিপত্তিতে ক্যাটরিনা!

বিকিনি দৃশ্যে ওজর আপত্তি তুললেও সম্ভবত বিকিনি পরেই পর্দায় হাজির হতে হবে ক্যাটরিনা কাইফকে। কারণ ‘ধুম ৩’ ছবির প্রযোজনা সংস্থা ছবির দুটি ‘গুরুত্বপূর্ণ দৃশ্যে’ তাকে বিকিনি পরেই অভিনয়ের নির্দেশ দিয়েছে। অন্যথায় ছবিটি থেকে তাকে বাদ দেয়ার কথাও জানানো হয়েছে তাকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৩ সালে ‘বুম’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিলো ক্যাটরিনা কাইফের। ছবিটির কয়েকটি দৃশ্যে বিকিনি পরেই অভিনয় করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে নাম ডাক হলে পর আর কোনো ছবিতে বিকিনি কিংবা সুইমস্যুট পরে অভিনয়ে রাজী হননি তিনি। 

তবে জানা গেছে, ‘ধুম ৩’ ছবিতে ক্যাটের অভিনয়ের পূর্বশর্ত হিসেবে এবারে বিকিনি দৃশ্যে অভিনয়ের শর্ত জুড়ে দেয়া হয়েছে।

এদিকে জানা গেছে, দৃশ্যদুটি যথেষ্ট শৈল্পিক মানসম্পন্ন হবে বলেই নিশ্চিত করা হয়েছে ক্যাটকে। তারপরও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই আবেদনময়ী অভিনেত্রী। তিনি রাজী না হলে নতুন মুখের একজন অভিনেত্রীকে নেয়া হবে ছবিটিতে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটক

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons