শনিবার, ৩০ জুলাই, ২০১১

বিকিনি নিয়ে ধন্দে আনুশকা শর্মা!

‘বদমাশ কোম্পানি’ ছবিতে বিকিনি পরে পর্দায় হাজির হলেও, রণবীর সিং-এর সঙ্গে নতুন ছবিতে এ ধরনের দৃশ্যে অভিনয় করবেন কিনা তা নিয়ে খানিকটা দ্বিধা-দ্বন্দের মধ্যেই আছেন বলিউডের নতুন সেনসেশন আনুশকা শর্মা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আনুশকা শর্মা এখনও মনস্থির করতে পারেননি আদৌ বিকিনি পরে নতুন ছবির দৃশ্যে অভিনয় করবেন কিনা! এর আগে এমন প্রস্তাব তিনি নাকচ করেও দিয়েছিলেন। এবার বিকিনি পরে পর্দায় হাজির হওয়া ঠিক হবে কিনা তা নিয়েই তিনি রীতিমতো সঙ্কটের মধ্যেই আছেন।

বিকিনি ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা তা নিয়েও নাকি ইতোমধ্যেই প্রোডাকশন হাউজটির সঙ্গে আলোচনা সেরেছেন আনুশকা। কিন্তু এরপরও দ্বিধা যেনো তার কাটছেই না।

এদিকে জানা গেছে, বিকিনিতে তাকে আদৌ সুন্দর দেখাবে কিনা আনুশকার মনে এ প্রশ্নটিই নাকি ঘুরে ফিরে আসছে, আর এটিই তার দ্বিধার মূল কারণ।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons