শনিবার, ৩০ জুলাই, ২০১১

মঞ্চে ফিরতে চান জেনিফার অ্যানিস্টন

অল্প একটু

১ ডজন স্বামী চান কেটি প্রাইস!

এ পর্যন্ত দু’বার স্বামী বদল করেছেন বৃটিশ মডেল ও টিভি ব্যক্তিত্ব কেটি প্রাইস। তবে তিনি এখনই ক্ষান্ত হতে চান না। ভবিষ্যতে অন্তত আরো ১০জনকে বিয়ে করবেন বলেই সম্প্রতি ‘খায়েশ’ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে কেটি বলেছেন, ‘ভবিষ্যতে আমি আরো সন্তান নিতে চাই। কয়েক বছরের মধ্যে আরো কয়েকটি ঘোড়ার মালিকও হবো আমি। সম্ভবত আরো বেশ কয়েকজন স্বামীও আসবে আমার জীবনে। সবমিলিয়ে সেই সংখ্যা কমসে কম ১২ জন হবে বলেই আমার প্রত্যাশা।’

উল্লেখ্য, কেটির প্রথম বিয়ে হয়েছিলো বৃটিশ বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান গায়ক পিটার অ্যান্ড্রুর সঙ্গে। পিটারের সঙ্গে দুটি সন্তানও নিয়েছিলেন তিনি। সেই সন্তানদের মধ্যে জুনিয়র এবং প্রিন্সেস টিয়ামির বয়স এখন যথাক্রমে ৬ এবং ৪। পিটারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বৃটিশ অভিনেতা ও মার্শাল আর্টিস্ট অ্যালেক্স রেইডকে ২০১০ সালে বিয়ে করেন কেটি। কিন্তু বিয়ের এক বছরের মাথায়ই তিনি অ্যালেক্সকে ডিভোর্স দেন।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচবি/এইচআর/জুলাই ২৮/১১

ডিপজলের সঙ্গে হাত মেলালেন মাসুদ পারভেজ

রাজনৈতিক মতাদর্শে মাসুদ পারভেজ ও মনোয়ার হোসেন ডিপজল দুই মেরুর হলেও, এবারে তারা একত্রিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন করছেন। জানা গেছে, এই দুই চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক তাদের প্যানেলের নাম দিয়েছেন ‘একতা’।

প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দিতে ২৭ জুলাই রাতে পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ‘একতা’র নেতারা প্রতিশ্রুতি দেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ভিডিও পাইরেসি বন্ধের সর্বাত্মক উদ্যোগ নেবেন এবং চলচ্চিত্র শিল্পের জন্য মঙ্গলকর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মনোয়ার হোসেন ডিপজল, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শরীফ উদ্দিন খান দিপু, মনতাজুর রহমান আকবর, শেখ নজরুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, এবারের নির্বাচনে অন্য প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম। প্যানেলটি গত ২৪ জুলাই রাতে পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলো। সেখানে উপস্থিত ছিলেন রাজ্জাক, আলমগীর, ফারুক, ইলিয়াস কাঞ্চন, মিশা শওদাগর প্রমুখ। ভিডিও পাইরেসি বন্ধের পাশাপাশি এ দেশে ভারতীয় ছবি প্রদর্শনী বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্যানেলটি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/রাশা/টিকে/এইচআর/জুলাই ২৮/১১

৬০০ পর্বে 'গুলশান এভিনিউ'

প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’-এর ৬০০ তম পর্ব প্রচারিত হবে ৩০ জুলাই শনিবার। নাটকটির চিত্রনাট্য লিখেছেন নিমা রহমান এবং পর্ব-পরিচালনায় রয়েছেন সতীর্থ রহমান।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, তারিক আনাম খান, অরুণা বিশ্বাস, মিতা নূর, রুনা খান, শাহেদ শরীফ খান, বন্যা মির্জা, তাহমিনা সুলতানা মৌ, সীমানা, জাহিদ হোসেন শোভন প্রমুখ।

সতীর্থ রহমান জানিয়েছেন, ‘৬০০ পর্বের এই মাইল ফলক ছুঁতে পেরে আমরা আনন্দিত। নাটকটি আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’

উল্লেখ্য, ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ’ সপ্তাহের প্রতি মঙ্গল থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/টিকে/এইচআর/জুলাই ২৮/১১

মঞ্চে ফিরতে চান জেনিফার অ্যানিস্টন

মঞ্চে অভিনয়ের মাধ্যমেই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। আবারো মঞ্চে ফেরার জন্য মুখিয়ে আছেন বলেই সম্প্রতি জানিয়েছেন তিনি। জানা গেছে, ইতোমধ্যেই ‘হরাইবল বসেস’ ছবির সহ-তারকা কেভিন স্পেসিকে তিনি অনুরোধ করেছেন তার জন্য একটি ভালো চরিত্র খুঁজে দিতে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ ইয়র্কের ছোট্ট একটি ব্রডওয়ে প্রোডাকশনের মাধ্যমেই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যানিস্টন। পরবর্তীতে ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে র‌্যাচেল গ্রিন চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পান তিনি। এরপর আর মঞ্চে অভিনয় করা হয়নি তার।

এ প্রসঙ্গে অ্যানিস্টন বলেছেন, ‘মঞ্চে অভিনয়ের মধ্য দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিলো। মঞ্চকে আমি খুবই ভালোবাসি এবং সেখানে ফিরে যেতে পারলে খুবই আনন্দিত হবো আমি। কেভিনের সঙ্গে কাজ করতে গিয়েই মঞ্চে অভিনয়ের সুপ্ত ইচ্ছাটা জেগে উঠেছে আমার ভেতরে।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons