জানা গেছে, অন্তর্বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বনিতা ডে মাস’-এর মডেল হয়েছেন সাবেক প্লেবয় মডেল, ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন। সম্প্রতি প্রতিষ্ঠানটির জন্য ফটোশুটেও অংশ নিয়েছেন ৪৩ বছর বয়সী এই তারকা। নিজেকে ফিট রাখার রহস্য সম্পর্কে জানতে চাইলে এর কৃতিত্ব তিনি দিয়েছেন তার দুই পুত্র ১৫ বছর বয়সী ব্র্যান্ডন এবং ১৩ বছর বয়সী ডিলানকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এ প্রসঙ্গে পামেলা বলেছেন, ‘আমার দুই সন্তানই আমার শরীরকে ফিট রাখতে সাহায্য করে। ফুটবল, বাস্কেটবল, বেসবলসহ প্রায় সব ধরনের খেলাই আমরা নিয়মিতভাবে খেলি। আমরা প্রায় সময়ই সমুদ্রে সাঁতার কাটি কিংবা সৈকতে দৌড়াদৌড়ি করি।’
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ খোলামেলা ভঙ্গিতেই অন্তর্বাস পরে ছবি তুলেছেন পামেলা। এই বয়সে এসেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন তিনি।
পামেলা আরো বলেছেন, ‘সত্যি বলতে কি, জিমে যাওয়ার মানুষ আমি নই। আমি কখনোই জিমে যাই না এবং কখনো ডায়েট কন্ট্রোলও করি না। তবে হ্যাঁ, আমি পুরোপুরি নিরামিষাশি।’
এদিকে জানা গেছে, ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ রিয়েলিটি শো’টির আর্জেন্টিনিয়ান ভার্সনের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই আবেদনময়ী তারকা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৫৫ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন