বলিউডে নবাগতা সোনাক্ষী সিনহাকে ওজন বেড়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে। সম্প্রতি গুজব রটেছে, স্রেফ মাত্রাতিরিক্ত ওজনের জন্যই নাকি কমল হাসান তার পরবর্তী প্রজেক্ট ‘বিশ্বরূপম’ থেকে বাদ দিয়েছেন সোনাক্ষীকে। খবর হিন্দুস্তান টাইমস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কমল হাসান তার ‘বিশ্বরূপম’ ছবিটির জন্য অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারেন এমন হালকা-পাতলা ফিট একজন নায়িকাই খুঁজছিলেন। তার পছন্দও ছিলো ‘দাবাং’খ্যাত সোনাক্ষীকে। কিন্তু গুজব রটেছে, সোনাক্ষী নাকি ‘দাবাং’-এর সেই সোনাক্ষী আর নেই। মুটিয়ে গেছেন তিনি।
ছবি থেকে বাদ পড়া বিষয়ে সোনাক্ষী জানিয়েছেন, ‘পরিচালক আমাকে ওজন কমাতে ২ মাস সময় দিয়েছিলেন। আমি যথাসাধ্য চেষ্টাও করেছি। কিন্তু ২ মাস পর পরিচালক আর আমাকে ছবিটির জন্য বিবেচনা করছেন না। তিনি ছবিটি থেকে বাদই দিয়েছেন আমাকে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৩৮ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন