স্কুলছাত্রীকে যৌন হয়রানি করায় পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানিয়েছে, রোববার রাতে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত সামসুল ইসলাম (৪৮) বাশেরবাদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঈশ্বরদী থানার ওসি হানিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, টিফিনের ফাঁকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে প্রধান শিক্ষক যৌন নিপীড়নের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টায় আদালত বসিয়ে সাজা দেওয়া হয় বলে ওসি জানান। আদালত চার মাস সশ্রম কারাদণ্ড দেওয়ার পর সামসুলকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৪০ ঘ. |




২:০৫ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন