মার্কিন রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য রাজী আছেন জেনিফার লোপেজ। তবে গতবারে ৮ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাওয়া জে-লো এবারে দাবি করেছেন ২১ মিলিয়ন ডলারের বিশাল অংক। খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি শোটির বিচারক হিসেবে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোপেজ। তবে শো সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা এতে হাল ছেড়ে দেননি। তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন জে-লোর সঙ্গে। আলোচনা ফলপ্রসু হয়েছে বলেও দাবি করেছেন তারা।
জানা গেছে, এ প্রসঙ্গে শোটির প্রযোজক সিসিল ফ্রট-কাউটাজ বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিকঠাকই আছে। আমেরিকান আইডলের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে। লোপেজের সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৪:৩২ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন