সম্প্রতি ইতালির সারদিনিয়া দ্বীপে অবকাশ যাপনে গিয়ে এক বিব্রতকর অবস্থার মধ্যেই পড়ে গিয়েছিলেন হলিউডি চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ। জানা গেছে, নৌ-আইন ভঙ্গ করায় ১৫১ ইউরো জরিমানা গুণতে হয়েছে তাকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।সংবাদমাধ্যমটি জানিয়েছে, গডডটার অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রোসহ কয়েকজন বন্ধু-বান্ধব সঙ্গে নিয়ে সম্প্রতি ইতালির সারদিনিয়া দ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন স্পিলবার্গ। সেখানে মোটর বোটে চেপে সাগরের জলে ছুটে বেড়াচ্ছিলেন তিনি। একপর্যায়ে তার বোটটি সৈকতের খুব কাছকাছি চলে আসলে সাগরের জলে স্নানরত মানুষদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
জানা গেছে, এই ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন ভুক্তভোগী স্পিলবার্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতেই ১৫১ ইউরো জরিমানা করা হয়েছে তাকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটক




৪:৩৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন