শুক্রবার, ৮ জুলাই, ২০১১

রাজধানীতে ৬৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

পুলিশ রাজধানীর মত্স্য ভবন এলাকা থেকে ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ফেনসিডিল বহনকারী একটি কাভার্ড ভ্যান ও ৬৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাবুল (৩০), জিয়া (২৪) ও কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (৪০)।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ ভোর চারটার দিকে গ্রেপ্তার হওয়া ওই তিনজন মত্স্য ভবনের পাশের সড়কে ভ্যান নিয়ে থামে। এ সময় টহলরত পুলিশ তাঁদের কাছে সেখানে থামার কারণ জানতে চায়। উত্তরে তাঁরা বলেন, কাভার্ড ভ্যান নষ্ট হয়ে গেছে। পরে পুলিশ কাগজপত্র চাইলে ওই তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
মিজানুর রহমান আরও বলেন, কাভার্ড ভ্যান থেকে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons