সদ্যপ্রয়াত বৃটিশ গায়িকা এমি ওয়াইনহাউসের বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, এতে তার কয়েকটি অপ্রকাশিত গানের কথার কপি, দুটি লিরিক বুকস, একটি গিটারসহ বেশকিছু ব্যক্তিগত সামগ্রী খোয়া গেছে। খবর সান-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন এমির বাবা ৬০ বছর বয়সী মিশেল ওয়াইনহাউস। তিনি বলেছেন, ‘এমির মৃত্যুর পর এই বাড়িতে তার পরিবারের সদস্য, বন্ধু, সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলিয়ে সবেমাত্র ২০ জন লোকের প্রবেশ অনুমতি ছিলো। আমি নিশ্চিত, এদের মধ্য থেকেই কেউ একজন কুকর্মটি করেছে।’
জানা গেছে, এ প্রসঙ্গে এমি’র ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘এই চুরির ঘটনায় বড় একটা ধাক্কা খেয়েছে তার পরিবার। এমন জঘন্য একটা কাজ কেউ করতে পারে- এটা বিশ্বাসই করতে পারছি না আমরা। এমির অপ্রকাশিত গানগুলো মুক্তির ব্যাপারে যখন আলোচনা চলছিলো, ঠিক সে সময়েই তার গানগুলো চুরি যাওয়ার ঘটনা সত্যিই দুঃখজনক।’
এদিকে জানা গেছে, যে ব্যক্তি এই কুকর্মটি করেছে তাকে একটি সুযোগ দিতে চান এমির বাবা। খোয়া যাওয়া সামগ্রীগুলো যথাস্থানে রেখে দিলে বিষয়টি নিয়ে তিনি খুব বেশি ঝামেলা পাকাবেন না বলেই জানিয়েছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন এমির বাবা ৬০ বছর বয়সী মিশেল ওয়াইনহাউস। তিনি বলেছেন, ‘এমির মৃত্যুর পর এই বাড়িতে তার পরিবারের সদস্য, বন্ধু, সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলিয়ে সবেমাত্র ২০ জন লোকের প্রবেশ অনুমতি ছিলো। আমি নিশ্চিত, এদের মধ্য থেকেই কেউ একজন কুকর্মটি করেছে।’
জানা গেছে, এ প্রসঙ্গে এমি’র ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘এই চুরির ঘটনায় বড় একটা ধাক্কা খেয়েছে তার পরিবার। এমন জঘন্য একটা কাজ কেউ করতে পারে- এটা বিশ্বাসই করতে পারছি না আমরা। এমির অপ্রকাশিত গানগুলো মুক্তির ব্যাপারে যখন আলোচনা চলছিলো, ঠিক সে সময়েই তার গানগুলো চুরি যাওয়ার ঘটনা সত্যিই দুঃখজনক।’
এদিকে জানা গেছে, যে ব্যক্তি এই কুকর্মটি করেছে তাকে একটি সুযোগ দিতে চান এমির বাবা। খোয়া যাওয়া সামগ্রীগুলো যথাস্থানে রেখে দিলে বিষয়টি নিয়ে তিনি খুব বেশি ঝামেলা পাকাবেন না বলেই জানিয়েছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:০৮ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন