এলিজাবেথ হার্লের মতো তার পোষা তোতাপাখিটিও নাকি প্রেমে পড়েছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নের। সম্প্রতি অনেক ওজন কমিয়ে এবং মুখে সার্জারি করিয়ে নতুন আদল নিয়েছেন শেন ওয়ার্ন। আর তার নতুন এই চেহারার প্রেমেই নাকি পড়েছে হার্লের পিংপং নামের তোতাটি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, তোতা পাখিটির নাম পিংপং। তার নামে টুইটারে একটি অ্যাকাউন্টও রয়েছে। সেটির ফলোয়ার রয়েছে অন্তত ৫ হাজার। পিংপংয়ের টুইটার অ্যাকাউন্ট থেকেই শেন ওয়ার্নের বর্তমান চেহারা বিষয়ে মন্তব্য করা হয়েছে।
টুইটারে পিংপংয়ের অ্যাকাউন্টটি হার্লে নিজেই চালান বলেই ধারণা করা হচ্ছে।
জানা গেছে, টুইটারে পিংপংয়ের ফলোয়ারের মধ্যে শেন ওয়ার্নও রয়েছেন। সম্প্রতি একটি টুইটে শেন ওয়ার্ন পিংপংকে বলেছিলেন, ‘আমি তোমার মালকিনের চেয়েও বেশি কর্তৃত্বপরায়ণ।’ আর এর জবাবে শেন ওয়ার্নকে কর্তৃত্ব ফলানোর অধিকারের স্বীকৃতি দিয়েছেন পিংপং ওরফে লিজ হার্লে!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১২:৪১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন