![]() |
মাধবপুর উপজেলার শাহপুর স্টেশনের আধা কিলোমিটার দক্ষিণে রোববার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের সৌদী প্রবাসী জিলন মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (৩৫), তার মেয়ে বন্যা (৮) ও ছেলে জীবন (১২)।
আহত দুই মেয়ে শাওন (১০) ও ঝর্ণাকে (৪) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ফেরদৌসী সকাল ৬টা ৪০ মিনিটে চার সন্তানকে জড়িয়ে ধরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা এক্সপ্রেসের নিচে ঝাঁপ দেন। এতে ফেরদৌসী ও বন্যা ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই স্থানীয়রা জীবন, শাওন ও ঝর্নাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে জীবনের মৃত্যু হয়।
ফেরদৌসী কেন এভাবে সন্তান নিয়ে ট্রেনে ঝাঁপ দিলেন, তা এলাকাবাসী বলতে পারেনি।
চার বছর আগে ২০০৭ সালের জুলাই মাসে এভাবে ময়মনসিংহের একটি পরিবার একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। তাতে নয় জন মারা যায়। ওই পরিবারটি নিঃসঙ্গ জীবন-যাপন করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম




১১:৩৮ AM
Akashnill

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন