একটি ভিডিও সবার নজর কেড়েছে। এ দৃশ্যটি লিথুনিয়ার রাজধানী ভিলিনাস-এর। দৃশ্যতে শহরটির মেয়রকে ট্যাংক নিয়ে অবৈধ পার্কিং করা গাড়ি গুড়িয়ে দিতে দেখা গেছে। খবর বিবিসি অনলাইন-এর।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের মেয়র সাইকেল চালাতেই ভালবাসেন। কিন্তু তিনি সাইকেলের জন্য বরাদ্দ লেনটিতে অবৈধভাবে গাড়ি রাখা দেখে ক্ষেপে গিয়েছিলেন। এরপর আস্ত একটি ট্যাংক চালিয়ে এনে সে গাড়িটি গুড়িয়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘পরবর্তী সময়ে যেনো গাড়ি বৈধভাবে পার্কিং করা হয়’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেয়রের ট্যাংক চালিয়ে গাড়ি ভাঙার এ দৃশ্যটি ভিলিনাস শহরের ওয়েবসাইটে পোস্ট করে দেয়া হয়েছে। এরপর সারাবিশ্বে নজর কেড়েছে এ দৃশ্যটি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অবৈধভাবে পার্ক করে রাখা গাড়ির ওপরে ট্যাংক তুলে দেবার পর গাড়ির মালিকের সঙ্গে হাতও মিলিয়েছেন মেয়র আর্তুরাস জুয়োকাস। হাত মেলাতে মেলাতে বলেছেন ‘ এরপর থেকে অবশ্যই বৈধভাবে পার্কিং করবেন’।
জানা গেছে, ভাঙা গাড়ির অংশগুলোও নিজ হাতে সরিয়েছেন মেয়র।
গাড়ি ভেঙ্গে ফেলা প্রসঙ্গে মেয়র আর্তুরাস জুয়োকাস বলেছেন, ‘আমি সবার কাছে একটি কথা পৌঁছে দিতে চাই আর তা হচ্ছে বড়ো বড়ো দামী গাড়ি যেখানে সেখানে পার্ক করে পথচারীদের বা সাইকেল আরোহীদের অসুবিধা করা যাবে না। তাদের অধিকারকে অবহেলা করা যাবে না।’
উল্লেখ্য, আর্তুরাস জুয়োকাস নিজে সাইকেল চড়তে পছন্দ করেন এবং লিথুয়ানিয়ার রাজধানীতে গাড়ির চেয়ে সাইকেল চালক বাড়াতেই প্রচারণা চালাচ্ছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




২:৩০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন