বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১১

পর্নো ছবির জগতে দেব প্যাটেল!

পর্নো চলচ্চিত্রশিল্প-নির্ভর একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ‘স্ল্যামডগ মিলিয়নিয়র’ ছবির আলোচিত অভিনেতা দেব প্যাটেল! মানুষের গোপন যৌন জীবনের নানা কাহিনি নিয়ে ‘চেরি’ নামের এ ছবিটি তৈরি হচ্ছে। এ ছবির প্রধান নায়িকা ও চিত্রনাট্যকার দুজনই পর্নো ছবির আলোচিত তারকা।
চেরি নামে ১৮ বছর বয়সী একটি মেয়ের (অ্যাশলে হিনশা) কাহিনি নিয়ে এ ছবির গল্প এগিয়েছে। মেয়েটি নানা কারণে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ে। ছবিটির একপর্যায়ে যে একজন মাদকাসক্ত আইনজীবীর প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে, নায়ক দেব প্যাটেল চেরির প্রেমে হাবুডুবু খেতে থাকে। এভাবেই গল্পটি এগিয়ে যায় পরিণতির দিকে! ছবিটিতে আরও অভিনয় করছেন তারকা অভিনয়শিল্পী জেমস ফ্রাঙ্কো ও হিথার গ্রাহাম।
চেরি পরিচালনা করছেন নবাগত পরিচালক স্টিফেন ইলিয়

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons