ভার্জিন গ্রুপের স্বত্ত্বাধিকারী ব্রিটিশ ব্যবসা মুঘল রিচার্ড ব্র্যানসনের বাড়িতে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী কেট উইন্সলেট, তার দুই সন্তান ১০ বছর বয়সী মিয়া ও ৭ বছর বয়সী জো। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অবস্থিত ৮ বেডরুমের বিলাসবহুল সেই বাড়িতে সবমিলিয়ে উপস্থিত ছিলেন অন্তত ২০ জন মানুষ। ২২ আগস্ট সোমবার ভোরে ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাড়িটি। শুধু তাই নয়, বাড়িটি আগুনে ভষ্মীভূত হয়েছে। জানা গেছে, অসম সাহসিকতায় রিচার্ডের ৯০ বছরের বৃদ্ধা মাকে উদ্ধার করেছেন কেট নিজেই। খবর এনডিটিভি’র। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনাকাক্সিক্ষত এই দূর্ঘটনায় কেটসহ বাকী সবাই অক্ষতই আছেন। এ প্রসঙ্গে রিচার্ড বলেছেন, ‘সোমবার ভোর ৪টার দিকে তুমুল ঝড়ের সঙ্গে সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে আমার বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এর কারণ এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। অবশ্য কোনো রকম অঘটন ছাড়াই বাড়িতে উপস্থিত সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আগুন লাগার সময় সেই বাড়িতেই ছিলেন রিচার্ডের ৯০ বছর বয়সী বৃদ্ধা মা। নিজেকে রক্ষার পাশাপাশি তাকেও উদ্ধার করেছেন কেট। এ প্রসঙ্গে রিচার্ড বলেছেন, ‘আমার মায়ের বয়স ৯০ বছর। তিনি হাঁটতে পারলেও, দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিতে এগিয়ে আসেন কেট। তাকে পাঁজাকোলা করে বাড়িটি থেকে দ্রুত বেরিয়ে যান কেট। এভাবেই তিনি আমার মাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন।’
জানা গেছে, এই ঘটনায় কেট উন্সলেট অক্ষত আছেন বলেই নিশ্চিত করেছেন তার মুখপাত্র সারা কিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ঘটনায় কোনো রকম ক্ষতি হয়নি তার। সন্তানসহ পুরোপুরি অক্ষতই আছেন তিনি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:১৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন