কয়েকদিন ধরেই সালমান খানের শারীরিক অসুস্থতা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, রক্তনালীতে ব্লক ধরা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এনজিওগ্রাফিও করা হয়েছে তার। আবার এমন খবরও চাউর হয়েছে, মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন তিনি। শেষ পর্যন্ত সালমানের অসুস্থতা সম্পর্কে মুখ খুললেন তার ভাই সোহেল খান। তিনি জানিয়েছেন, স্নায়ু সমস্যায় ভুগছেন সালমান। খবর মিডডেডটকম-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে সোহেল বলেছেন, ‘কয়েক মাস ধরেই স্নায়ু সমস্যায় ভুগছেন সালমান। সঠিক রোগ নির্ণয়ের জন্য সম্প্রতি তিনি কয়েকটি পরীক্ষা করিয়েছেন। এর বাইরে কিছু নয়। তাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি।’
জানা গেছে, তার একটি স্নায়ুতে সমস্যা ধরা পড়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এবং চিকিৎসা নিচ্ছেন। সোহেল আরো বলেছেন, ‘ইনশাল্লাহ, শিগগিরই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন’।
এদিকে জানা গেছে, অসুস্থতার কারণে কাজের চাপ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। চলতি বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের কথা থাকলেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ‘বডিগার্ড’ ছবির কাজ শেষ হলে শুধু ‘এক থা টাইগার’ ছবির কাজ করবেন। বাকী ছবির কাজগুলো তিনি করবেন ২০১২ সালে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১২:৫৮ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন