বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

জাবিতে গলায় ফাঁস নিয়ে এক ছাত্রীর আত্মহত্যা


নিজস্ব প্রতিনিধি,ডিইউনিউজ টুয়েন্টিফোর ডটকম:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের মাস্টার্সের এক ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় রুমের ফ্যানের সাথে ঝুলে থাকলেও হল প্রশাসন কোন ব্যবস্থা না নিলে বান্ধবীরা নিজ উদ্যোগে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়।  জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের (৩৫তম ব্যাচ) ছাত্রী মারজিয়া জান্নাত সুমী হলের নিজ রুমের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তিনি শহীদ জাহানারা ইমাম হলের ৩১৩ নং কক্ষের আবাসিক ছাত্রী ছিলেন। মারজিয়া জান্নাত সুমী অনার্স (চুড়ান্ত পরীক্ষা) প্রথম স্থান অর্জন করেন এবং গত ২রা আগষ্ট মাস্টার্স পরীক্ষাও শেষ করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। সহপাঠিরা ধারণা করছেন, এক শিক্ষকের সাথে সম্পর্কের জের ধরে তাকে বিয়ে না করায় এ অত্মহত্যার ঘটনা ঘটেছে।
এদিকে হলের শিক্ষার্থীদের চোখের সামনে সুমি ১৫ মিনিট ঝুলে থাকলে হল প্রশাসন থেকে কোন প্রকার ব্যবস্থা না নিলে হলের শিক্ষার্থীরা হল প্রশাসনের সঙ্গে বাকবিতন্ডায় জরিয়ে পরে। পরে হলের শিক্ষার্থীরা তাকে নামিয়ে মেডিকেলে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নাম প্রকাশ না করার শর্তে তার এক সহপাঠি কান্নাজড়িত অবস্থায় জানান, আমরা হল প্রশাসনকে সুমিকে নামাতে বললেও হল প্রশাসন আমাদের কথা শুনেননি। তৎক্ষনাত সুমিকে নামালে হয়তো ও বেচে যেত। হল প্রশাসনের গাফলতির কারনে আমরা ওকে হারালাম। আমরা এর যথার্থ বিচার চাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, সুমীর পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে কি কারনে ও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানিনা। খুব শিঘ্রই আমরা বিষয়টি তদন্ত করে দেখব।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons