মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

জনের সঙ্গে আবারও খোলামেলা দৃশ্যে

বিনোদন ডেস্ক: বর্তমানে জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক না থাকলেও তার বিপরীতে সমপ্রতি যশরাজ ফিল্মসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা বসু। নাম না ঠিক হওয়া এ ছবির অন্য প্রধান দু’টি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অভিষেক বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের। এ ছবির মাধ্যমে আরও একবার বিপাশা ব্যাপক খোলামেলা দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন বলে জানা গেছে। ছবিতে একজন গুপ্ত পুলিশের ভূমিকায় অভিনয় করবেন বিপাশা। আর এ কারণেই বিভিন্ন বেশে ছবিতে শত্রুপক্ষের সামনে হাজির হবেন তিনি। জনের সঙ্গে এ ছবিতেও বিছানাদৃশ্যে ক্যামেরাবন্দি হবেন তিনি। ছবিতে একটি আইটেম গানেও পারফর্ম করবেন বিপাশা। বলিউডে যেহেতু এখন আইটেম গান একটি নিয়মে পরিণত হয়েছে তাই এ ছবির আইটেম গান নিয়েও বেশ জোর প্রস্তুতি চলছে। জানা গেছে, ঝরনা ও ঘন জঙ্গলে এ গানটির চিত্রায়ণে বিপাশা বসুর সঙ্গে জনও থাকবেন। গানটিতে বিপাশার কস্টিউম থাকবে একদমই আলাদা। পাতা, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজ দিয়ে কস্টিউম তৈরির দায়িত্ব ইতিমধ্যে দেয়া হয়েছে ভারতের একটি ফ্যাশন ইনস্টিটিউটকে। এ ছবিতে অভিনয় করার বিষয়ে সমপ্রতি নিজের টুইটারে বিপাশা বসু লিখেছেন, ‘যশরাজের ছবি মানেই অন্যরকম আয়োজন। ছবিতে অন্যরকম পোশাকে এক অন্য বিপাশাকে খুঁজে পাবেন আপনারা। অপেক্ষায় থাকুন আমার নতুন চমক দেখার জন্য’। mzamin

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons