মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

গাছের সঙ্গে শত্রুতা!

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উ ৎকুল গ্রামের বেলাডাঙ্গা বিল এলাকায় গত শনিবার রাতে এক চাষির পাঁচ শতাধিক সবজিগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এতে ওই গ্রামের চাষি শেখ আফজাল হোসেনের (৫৫) প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত রোববার বেলা ১১টার দিকে বেলাডাঙ্গা বিল এলাকায় গিয়ে দেখা গেছে, আফজালের মাছের ঘেরের পাড়জুড়ে প্রায় দুই বিঘা জমিতে লাগানো ঝিঙে, করলা, চালকুমড়া আর শসাগাছের মাচায় গাছগুলো নেতিয়ে পড়ে আছে। গাছগুলো গোড়া থেকে কাটা। অধিকাংশ গাছে ফলন এসেছিল। আর সপ্তাহ দুয়েকের মধ্যে এসব গাছের সবজি বিক্রি করা যেত। আফজাল বলেন, এলাকায় আমার কোনো শত্রু নেই। তিনি জানান, গত বছরের জ্যৈষ্ঠ মাসে তাঁর একটি খামারে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
আফজাল জানান, প্রায় দুই বিঘা জমিতে সবজি চাষে তাঁর প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। দুই সপ্তাহ পর প্রায় সোয়া লাখ টাকার সবজি বিক্রি করা যেত। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোস্তফা কামাল বলেন, গত রোববার ভোরে আমি ঘটনাস্থল ঘুরে এসেছি। এভাবে গাছ কেটে শত্রুতার শোধ নেওয়া অত্যন্ত অমানবিক। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় আফজাল হোসেন বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
prothom-alo

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons