শনিবার, ১৩ আগস্ট, ২০১১

পালিয়ে বেড়াচ্ছেন শাহরুখ!

কথায় বলে, দুইজনে বন্ধুত্ব তিনজনে শোরগোল। শাহরুখ খান-গৌরি দম্পতির ভালোই কাটছিলো। কিন্তু তাদের মধ্যে তৃতীয়জন হিসেবে প্রিয়াংকা চোপড়া ঢুকে পড়ে পুরো বিনোদন জগতেই শোর তুলেছেন। শাহরুখ-গৌরির সংসার ভাঙার উপক্রম হয়েছে, কিন্তু প্রিয়াংকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সম্প্রতি জানা গেছে, সারাক্ষণ শাহরুখের পেছনেই ঘুর ঘুর করতে দেখা যাচ্ছে প্রিয়াংকাকে। আর এ নিয়ে গৌরি প্রশ্ন তুলবেন- এ কথা জেনেই স্ত্রীর কাছ থেকে শাহরুখ পালিয়ে বেড়াচ্ছেন এবং কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকছেন। খবর এনডিটিভি’র।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিটাউনে এখন শাহরুথ-প্রিয়াংকার মাখামাখির বিষয়টি মুখোরোচক আলোচনায় পরিণত হয়েছে। শাহরুখ-গৌরির সংসারে ‘কাবাব মে হাড্ডি’ হিসেবে প্রিয়াংকার ঢুকে পড়ার বিষয়টি সহজ ভাবে নেননি গৌরি খান। তিনি খুবই বিচলিত হয়ে পড়েছেন। 

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ঘটনার শুরুতে মুখ না খুললেও, এবার শাহরুখ খানের কাছে জবাব চাইবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন গৌরি। এ প্রসঙ্গে গৌরি বলেছেন, ‘আমি তার মুখ থেকেই সব শুনতে চাই।’ 

জানা গেছে, এতোসব ঝামেলার মধ্যে পড়ে শাহরুখ খান নিজেকে শুটিংসহ বাইরের কাজেই বেশি ব্যস্ত রাখছেন।  

এদিকে এখন নাকি শাহরুখ খানের নামটি মুখে আনতে লজ্জাই পাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। শাহরুখের বিষয়ে কোনো কিছু মুখে আনতে গেলেই পিগিচপস নাকি তোতলাচ্ছেন! 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons