মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

৮১ বছর বয়সে আবার বিয়ে করছেন ভ্রমর লাল

মানবজমিন ডেস্ক: বয়সের কাছে পরাজয় না মেনে ৮১ বছর বয়সে আবার বিয়ে করার মনঃস্থির করেছেন ভারতের আহমেদাবাদের ড. ভ্রমর লাল জোসি। আগামী সপ্তাহেই তিনি নববধূকে ঘরে তুলে আনার পরিকল্পনা করেছেন। দু’মাস আগে রাজ্যের ম্যারেজ ব্যুরোতে পাত্র হিসেবে বায়োডাটা দেয়ার সময় তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সী পাণিপ্রার্থী। ৭৫ বছর বয়সী স্ত্রী রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তিনি বলেছেন, সব দিক থেকেই আমি সুস্থ। আমি প্রতি মাসে ৩০ হাজার রুপি করে পেনশন পাই। এছাড়া অর্থনৈতিকভাবেও আমি স্বাবলম্বী। আমার নিজের গাড়ি এবং বাংলো রয়েছে। তাই জীবনের শেষ কটা দিন ভাল একজন সঙ্গীর সঙ্গে কাটাতে পারলে ক্ষতি কি? পাত্রীর খোঁজে ছয়জনের সঙ্গে কথা বলার পর ছয় সন্তানের জনক ভ্রমর লাল অবশেষে তার ৬২ বছর বয়সী কনেকে খুঁজে পেয়েছেন। দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণকারী এ পাত্রী তার আত্মীয়ের সঙ্গে থাকেন। ভ্রমর লাল দীর্ঘ ৩০ বছর ধরে কলেজে শিক্ষকতা করেছেন। গুজরাট বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভ্রমণপিপাসী ভ্রমর লাল বিয়ের পর নতুন বধূকে নিয়ে নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে চান। তার এ বিয়ের ব্যাপারে তিন ছেলে এবং তিন জামাতারও কোন আপত্তি নেই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons