মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

বাংলাভিশনে প্রভার নাটক প্রচার নিয়ে আপত্তি-হাতাহাতি-টিভি ভাংচুর



আজকে বাংলাদেশ টাইম ২:৩০ মিনিটে বাংলাভিশনে একটা নাটক সম্প্রচার করা হয়েছিল,ওই নাটক নিয়ে প্রবাসে একটি বাংলাদেশী হাউজে মারপিট লেগে গেছে, কারণ নাটকে প্রভাকে দেখা গেছে, কেউ বলছে নাটক ভালো লাগছে তাই তারা দেখতে চায়,আবার কেউ বলছে একজন পতিতার"প্রভা" নাটক দেখবেনা, এ নিয়ে দু-পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়াল, নিজেদের রুমের টিভি'টা ভেঙ্গে ফেলা হয়।
প্রভা একজন বিতর্কিত মেয়ে , জেনেশুনেও বাংলাভিশন তার নাটক চালাতে গেল কেন??
আজকে তাকে নিয়ে বিশাল একটা গ্যানজাম লেগে গেল, যারা এতদিন একই হাউজে খেয়েছে-ঘুমিয়েছে আজকে তারা ২ ভাগ হয়ে গেল।
ভুল বুঝাবুঝির কারনে হাতাহাতি হয়ে গেল,
ধিক্কার জানাই বাংলা ভিশনকে....


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons