skip to main |
skip to sidebar

১:৫৫ PM

Akashnill
No comments

হ-বাংলা বিনোদন রিপোর্ট : খোলামেলা হয়ে আইটেম গান করতে প্রস্তুত এখন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বেশ কিছুদিন ধরেই তিনি একটি আইটেম গানের জন্য নিয়মিত রিহার্সেল করছেন। এটিই হবে তার ক্যারিয়ারে প্রথম আইটেম গান, যাতে দর্শকরা ব্যাপক খোলামেলা দৃশ্যে পারফর্ম করতে দেখবেন শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষীকে। আার এই আইটেম গানটি থাকছে পরিচালক সিরিশ কুন্দারের ‘জোকার’ ছবিতে। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে সোনাক্ষীকে। আর সোনাক্ষীর এ গানটির কোরিওগ্রাফি করবেন ফারাহ খান। স্বনামধন্য এ কোরিওগ্রাফারের কোরিওগ্রাফিতে সামপ্রতিক সময়ে মুন্নি বাদনাম ও শিলা কি জাওয়ানি আইটেম গান দুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জানা গেছে, এ আইটেম গানটি করার জন্য নিজের ওজন কমিয়েছেন সোনাক্ষী। এ গানে সোনাক্ষীকে বেশ খোলামেলাভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন ফারাহ। মূলত আইটেম গান করার আইডিয়াটাও ফারাহ খানেরই। ‘জোকা’র ছবিতে একটি প্রধান চরিত্রেও অভিনয় করছেন সোনাক্ষী। তবে বর্তমানে আইটেম গানটিতে পারফর্ম করার জন্য যেন উদগ্রীব হয়ে আছেন সোনাক্ষী। তার ভাষ্যেই এ প্রমাণ পাওয়া গেছে। এর মাধ্যমে মুন্নি এবং শিলার জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। আইটেম গান করার বিষয়ে সোনাক্ষী বলেন, ‘আমি সব সময়ই নাচতে পছন্দ করি। আমি যে আইটেম গানটিতে পারফর্ম করবো সেটি নাচে ভরপুর থাকবে। তাই এটি আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। এর বাইরে এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বেশ খোলামেলাভাবে আমাকে দেখতে পাবেন দর্শক। খোলামেলা হতে আমি এখন প্রস্তুত। আর মুন্নি কিংবা শিলাকে আমি পরোয়া করি না। এ দুটি চরিত্র মাথা থেকে ঝেরেই আমি আমার কাজ করবো। আশা করছি অনেক ভাল কিছু হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন