শনিবার, ১৩ আগস্ট, ২০১১

৫০ লাখ ডলারের বিনিময়ে শরীর প্রদর্শন


alt
সালমা হায়েক
হ-বাংলা  বিনোদন রিপোর্ট : মেক্সিকান সুন্দরী সালমা হায়েক ৫০ লাখ ডলারের বিনিময়ে বিবসনা হয়ে শরীর প্রদর্শন করতে সন্মত হয়েছেন। যৌনসচেতন বিষয়ক একটি ডকু ফিকশনের জন্য সম্প্রতি তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ডকু ফিকশনে সালমার শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ দেখিয়ে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন বেশ কয়েকজন চিকিৎসক। জানা গেছে, মেক্সিকোর একটি ওষুধ কোম্পানি এই ডকু ফিকশনটি তৈরি করবে। ডকু ফিকশনে সালমাকে কখনো রক্ত মাংসের মানুষ, আবার কখনো অ্যানিমেশন আকারে দেখোন হবে। এদিকে সালমার নগ্ন শরীর প্রদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর মেক্সিকোর অভিভাবকমহলে প্রতিবাদের ঝড় উঠেছে। তারা বলছেন, বিবসনা হয়ে শরীর প্রদর্শন করলে উপকারের পরিবর্তে তরুণ ছেলেমেয়েদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই তারা ওই ওষুধ কোম্পানিকে এ সিদ্ধান্তকে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons