বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

বাড়ছে শাহরুখ-প্রিয়াংকা ঘনিষ্ঠতা!

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের উপর ভালোই প্রভাব বিস্তার করেছেন প্রিয়াংকা চোপড়া। জানা গেছে, শুধু চলচ্চিত্রেই নয়, স্টেজ শো’র জন্যও প্রিয়াংকার সঙ্গে কাজ করার সুযোগ খুঁজছেন কিং খান। আর এর প্রেক্ষিতে অনেকেই মন্তব্য করেছেন, আসলে প্রিয়াংকার কাছাকাছি থাকার উদ্দেশ্যেই এমনটা করছেন শাহরুখ। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে লন্ডনে শো করবেন শাহরুখ। কিছুদিন আগেই শোটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবারে তার অনুরোধেই অনুষ্ঠান আয়োজনকারীরা শোটিতে প্রিয়াংকার অংশগ্রহণও নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে একসঙ্গেই লন্ডন যাচ্ছেন প্রিয়াংকা-শাহরুখ।

এদিকে জানা গেছে, বিশাল ভরদ্বাজের ‘টু স্টেটস’ ছবিতেও নাকি শাহরুখের সঙ্গে কাজ করবেন প্রিয়াংকা। এ ছাড়া, বর্তমানে শাহরুখের ‘রাডটওয়ান’ ছবিতে কাজ করছেন পিগি চপস। আর শিগগিরই মুক্তি পাচ্ছে এই জুটির ‘ডন ২’ ছবিটি।

সবমিলিয়ে অনেকেই মন্তব্য করেছেন, তাহলে সত্যিই কী গৌরির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সংসার ভেঙ্গে দিতে যাচ্ছেন শাহরুখ! কারণ দিনকে দিন বেড়েই চলেছে শাহরুখের সঙ্গে প্রিয়াংকার ঘনিষ্ঠতা। এখন দেখার বিষয় হলো, প্রিয়াংকার সাবেক বয়ফ্রেন্ড শহিদ কাপুর বিষয়টিকে কীভাবে নেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons