বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

চুমুর দৃশ্যে কারিশমা

‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। জানা গেছে, ছবিটিতে সহ-তারকা মডেল ও অভিনেতা রাজনেশ ডুগালের সঙ্গে চুমুর দৃশ্য, শয্যাদৃশ্যসহ বেশ কয়েকটি খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন লোলো। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিক্রম ভাট পরিচালিত ছবিটিতে কারিশমার বিপরীতে রয়েছেন তার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রাজনেশ। ছবির কাহিনীর প্রয়োজনেই বেশ কয়েকটি খোলামেলা দৃশ্যে লোলার সঙ্গে অভিনয় করতে হবে তাকে।

জানা গেছে, ব্যাপারটা রাজনেশকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে- এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বিক্রম বলেছেন, ‘যথেষ্ট শৈল্পিকভাবেই দৃশ্যগুলো ধারণ করা হবে। দৃশ্যগুলো ধারণের সময় কারিশমা, রাজনেশ, আমি এবং ক্যামেরাম্যান ছাড়া আর কেউই উপস্থিত থাকবেন না।’

এদিকে জানা গেছে, সবাইকে অবাক করে দিয়ে কারিশমাও রাজী হয়ে গেছেন এ ধরনের দৃশ্যে অভিনয় করতে। এ প্রসঙ্গে বিক্রম বলেছেন, ‘ছবির স্ক্রিপ্ট পড়ার সময়ই এ ধরনের দৃশ্যে অভিনয়ের বিষয়টা জেনে গিয়েছিলেন কারিশমা। তিনি সবকিছু জেনে-শুনেই এই ছবিতে কাজ করতে রাজী হয়েছেন।’

উল্লেখ্য, এমন দৃশ্যে অভিনয় কারিশমার জন্য এটাই প্রথম না। এর আগে ‘রাজা হিন্দুস্তানী’ ছবিতে আমির খানের সঙ্গে তার চুমুর দৃশ্যটি টিনসেলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলো। তবে বিয়ের পর এবারই প্রথম এ ধরনের দৃশ্যে অভিনয় করছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons