১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে ভেজা সাদা শাড়ি পরিহিতা মন্দাকিনির ঝর্ণায় গোসলের দৃশ্যটি আজও হিন্দি ছবির ইতিহাসে মাইলফলক হয়ে আছে। জানা গেছে, ২৮ বছর পর এবার সেই একই ধরনের দৃশ্যে অভিনয় করবেন রাজ কাপুরের নাতনি কারিনা। খবর টাইম অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, একতা কাপুরের ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’ ছবির সিকুয়েলে এ ধরনের একটি দৃশ্যে দেখা যাবে কারিনাকে। ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার আর তার ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যাবে বেবোকে। জানা গেছে, বেবোর এই চরিত্রটি মন্দাকিনির চরিত্র থেকেই অনুপ্রাণিত। উল্লেখ্য, আশির দশকে বাস্তবেও মন্দাকিনির সঙ্গে দাউদ ইব্রাহিমের বিশেষ সম্পর্ক নিয়ে মিডিয়ায় মুখরোচক খবর প্রকাশিত হয়েছিলো।
জানা গেছে, ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই ২’ ছবির কাহিনীতে দেখা যাবে, মাফিয়া ডন দাউদ ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে বিড়াল চোখের নায়িকাকে সাদা শাড়ি পরে ঝর্ণায় গোসলের দৃশ্য দেখে অভিভূত হয়ে যায়। বহুল আলোচিত সেই দৃশ্যটি ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই ২’ ছবিতেও অন্তর্ভুক্ত করা হবে কিনা এবং বেবো তাতে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ছবির পরিচালক মিলন লুথরিয়া বলেছেন, ‘হ্যাঁ, বেবোকে এ ধরনের একটি দৃশ্যে দেখা যাবে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৫৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন