আন্তর্জাতিক পপ তারকা রিহানা এবার বিবসনা হলেন পুরুষদের পত্রিকার জন্য নির্মিত একটি ভিডিওচিত্রে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।পুরুষদের পত্রিকা এসকয়ারের জন্য বানানো এই সাদা-কালো ভিডিওটিতে রিহানাকে দেখা যাবে বিবসনা অবস্থায় সারা গায়ে ময়লা মাখতে। ভিডিওচিত্রটি এসকয়ারের প্রকাশনার সঙ্গেই প্রকাশিত হবে এ বছরের শেষ নাগাদ।
উল্লেখ্য, এবারই প্রথম পত্রিকাটির প্রচ্ছদকন্যা হলেন রিহানা। এর আগে তিনি এসকয়ারের পক্ষ থেকে বছরের সেরা আবেদনময়ী নারীর তকমা পেয়েছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১:৩৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন