বয়স ৪৮ হলে কী হবে, নিজের আকর্ষণীয় শরীর প্রদর্শনের খায়েশ বুঝি আজও মেটেনি ‘স্ট্রিপটিজ’খ্যাত হলিউডি অভিনেত্রী ডেমি ম্যুরের। আর তাইতো সম্প্রতি নিজের তোলা বিবসনা ছবি টুইট করেছেন আবেদনময়ী এই অভিনেত্রী। খবর পপইটার-এর।টুইটারে উত্তেজক ছবি প্রকাশ করার ঘটনা ডেমি এর আগেও ঘটিয়েছেন। স্বামী অ্যাস্টন কুচারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি, বিকিনি পরা ছবির পর এবারে নিজের টপলেস ছবি টুইটারে প্রকাশ করেছেন ডেমি।
কেবল উত্তেজক এই ছবিটি প্রকাশ করেই ক্ষান্ত হননি ডেমি, ছবির নীচে ক্যাপশনও জুড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মনে পড়ে কী...সেই পুরনো অবয়বেই আছি আমি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪২ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন