শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

সালমানে মুগ্ধ মিলা!

দেশে এবং দেশের বাইরে অগণিত নারী ভক্ত রয়েছে বলিউডি অভিনেতা সালমান খানের। এবার তার ভক্তের তালিকায় নাম লেখালেন ‘দ্য থ্রি মাস্কেটিয়ারস’খ্যাত রাশিয়ান অভিনেত্রী মিলা জভোভিচ। ‘বডিগার্ড’ ছবিতে সাল্লুকে দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে, সুযোগ পেলে এই ‘বিগহার্ট লাভারবয়’-এর সঙ্গে অভিনয় করতে চান তিনি। খবর ওয়ানইন্ডিয়ার।

এ প্রসঙ্গে মিলা বলেছেন, ‘সম্প্রতি সালমান খানের ‘বডিগার্ড’ ছবিটি দেখার সুযোগ হয়েছে আমার। তার অসাধারণ দৈহিক অবয়ব এবং অ্যাকশন দৃশ্যে অনবদ্য অভিনয় আমাকে মুগ্ধ করেছে। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে অবশ্যই তার সঙ্গে কাজ করতে চাই আমি।’

উল্লেখ্য, ‘দ্য ফিফথ এলিমেন্ট, জুলেন্ডার’ এবং ‘রেসিডেন্ট এভিল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। অক্টোবরে মুক্তি পাচ্ছে মিলা অভিনীত ‘দ্য থ্রি মাস্কেটিয়ারস’ ছবিটি। এটি পরিচালনা করেছেন তার স্বামী পল ডব্লিউএস এন্ডারসন। ছবিটিতে আরো অভিনয় করেছেন অর্লাল্ডো ব্লুম, জুনো টেম্পল, জেমস কর্ডেন প্রমুখ।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons