১৬ মিলিয়ন ডলার ব্যয়ে ক্যারিবিয়ান একটি দ্বীপ কিনলেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা এবং ইংলিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের বেজ গিটারিস্ট রজার ওয়াটারস। খবর স্ক্রিন ইন্ডিয়ার। সম্প্রতি বাহামা দ্বীপপুঞ্জের বন্ডস কে দ্বীপটি কিনেছেন ৩৪ বছর বয়সী শাকিরা এবং ৬৮ বছর বয়সী রজার। সেখানে রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছেন তারা।
বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র এবং বেশ কয়েকটি হোটেলসহ শিল্পীদের বসবাসের জন্য বাড়িও তৈরি করা হবে সেখানে। পর্যটকদের বিনোদনের উদ্দেশ্যে গ্যালারি নির্মাণের পাশাপাশি বছরব্যাপী অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
দ্বীপটি সম্পর্কে ক্যারিবিয়ান রিয়েল এস্টেট ব্রোকারেজ ফার্মের ভাইস প্রেসিডেন্ট জন ক্রিস্টি বলেছেন, ‘এটা চমৎকার একটি দ্বীপ। এখানকার নৈসর্গিক দৃশ্য এবং শান্ত সাগরের জল পর্যটকদের আকৃষ্ট করবে। মাছ শিকারের জন্যও আদর্শ এই জায়গাটি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




৮:১৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন