বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

গাজীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের সদর উপজেলার পূবাইল ইউনিয়নের খিলগাঁও জুগিবাড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হীরা মুক্তা নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও হীরার পারিবারিক সূত্রে জানা গেছে, হীরা গত সোমবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। রাত একটার দিকে তার মায়ের ঘুম ভেঙে যায়। এ সময় তিনি হীরার কক্ষের দরজা খোলা দেখতে পান। ওই কক্ষে তখন কেউ ছিল না। হীরার মা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও হীরার কোনো সন্ধান পাননি। পরে সকালে তাঁদের বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় হীরার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
হীরা ভাদুন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা সেনাবাহিনীর সার্জেন্ট হাবিবুর রহমান।
ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আ. করিম প্রথম আলোকে বলেন, এটি হত্যা, না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তরুণীর লাশ উদ্ধার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারি বনের ভেতর থেকে গতকাল মঙ্গলবার শিল্পী আক্তার নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, শিল্পীকে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও শিল্পীর পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শিল্পীর বাড়ি উপজেলার আমতলী দক্ষিণপাড়া গ্রামে। পাশের বান্দাবাড়ি গ্রামের জাহাঙ্গীর (৩০) আলমের সঙ্গে শিল্পীর প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার রাত আটটার দিকে জাহাঙ্গীরের মুঠোফোনে ফোন পেয়ে শিল্পী তাঁর ঘর থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
গত সোমবার সকালে স্থানীয় এক স্কুলশিক্ষক গজারি বনে শিল্পীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে শিল্পীর মা এসে লাশটি তাঁর মেয়ের বলে শনাক্ত করেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ বলেন, ধারণা করা হচ্ছে, রোববার রাতে শিল্পীকে ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা সবুরজান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons