শিগগিরই
ভারত সফরে আসছেন প্যারিস হিলটন। এই সফরে ভারতে নিজের ফ্যাশন লাইন খোলারও
পরিকল্পনা করেছেন তিনি। বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি দাবি
করেছেন, এই ফ্যাশন লাইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাকি তাকে
পছন্দ করেছেন প্যারিস। কিন্তু কঙ্গনার দাবিকে স্রেফ নাকোচ করে দিয়েছেন
প্যারিস। খবর টাইমস অফ ইন্ডিয়ার। এ প্রসঙ্গে যে কোম্পানি ভারতে প্যারিস হিলটন ফ্যাশন লাইন চালু করতে যাচ্ছে তার মুখপাত্র প্রজ্ঞা নারাং জানিয়েছেন, ‘কঙ্গনা দাবি করেছেন, প্যারিস হিলটন ফ্যাশন লাইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার অন্তর্ভুক্তির বিষয়টি নাকি চ‚ড়ান্ত হয়েছে। কিন্তু এটা সঠিক নয়। প্যারিস হিলটন ফ্যাশনস-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার এই দাবিকে নাকোচ করে দেওয়া হয়েছে।’
প্রজ্ঞা আরো জানিয়েছেন, ‘প্যারিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তারকা। পৃথিবীর কোনো দেশেই নিজের ফ্যাশন লাইনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরের প্রয়োজন নেই তার।’
উল্লেখ্য, এই ফ্যাশন লাইন চালু হলে ভারতীয়রা প্যারিসের ১৭টি পণ্য ভারত থেকেই কেনার সুযোগ পাবেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে সুগন্ধি, পোশাক, জুতা, মিউজিক অ্যালবাম, সানগ্লাস, স্টেশনারি সামগ্রী, বিছানার চাদর এবং হাতব্যাগ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




৩:২৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন