শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

প্রকাশ্যে ক্ষমা চাইলেন পোলানস্কি

১৯৭৭ সালে ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা গেইমারকে ধর্ষণের অপরাধের জন্য জনসমক্ষে ক্ষমা চাইলেন অস্কারজয়ী চিত্রনির্মাতা রোমান পোলানস্কি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সম্প্রতি জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে পোলানস্কিকে। এই উৎসবেই ২৭ সেপ্টেম্বর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে তার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রোমান পোলানস্কি: এ ফিল্ম মেমোয়ার’-এর। এই প্রামাণ্যচিত্রের একটি অংশে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন ৭৮ বছর বয়সী এই নির্মাতা।

সামান্থার কাছে ক্ষমা চেয়ে পোলানস্কি বলেছেন, ‘প্রতিটি মানুষই ভুল করে। আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি অনেক বড় ভুল করেছি। সামান্থার সঙ্গে যা ঘটেছে তার জন্য আমি খুবই অনুতপ্ত। সেই ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

পোলানস্কি আরো বলেছেন, ‘৩ দশক আগে আমার কৃতকর্মের জন্য সামান্থার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিলো। মিডিয়ার ঝড়কে এড়াতে তাকে বাধ্য হয়েই হাওয়াই চলে যেতে হয়েছিলো। আসলে তিনি ডাবল ভিকটিম। আমি যেমন তাকে ভুগিয়েছি, তেমনি মিডিয়াও তাকে ভুগিয়েছে। এসব কারণে আমি সত্যিই খুবই দুঃখিত।’

উল্লেখ্য, ৪৭ বছর বয়সী সামান্থা এখন ৩ সন্তান নিয়ে সংসার করছেন। ২০০৯ সালে তার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন পোলানস্কি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons