শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

লোপেজের ১৮ মিলিয়নি বাড়ি

সম্প্রতি ১৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে নিউ ইয়র্কের হ্যাম্পটনসে অবস্থিত ওয়াটার মিল এলাকায় নতুন বাড়ি কিনলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। খবর ব্যাং শোবিজ-এর।

১৪ হাজার বর্গফুটের এই বাড়িটি তৈরি করা হয়েছিলো ২০১০ সালে। বিলাসবহুল এই বাড়িতে রয়েছে ৭টি শয়নকক্ষ এবং ৯টি স্নানঘর। এখান থেকে অবারিত জলরাশির নৈসর্গিক দৃশ্য অবলোকনেরও সুযোগ পাবেন লোপেজ ও তার পরিবারের সদস্যরা।

বাড়িটির দাম ১৮ মিলিয়ন হলেও, সেটা পরিশোধ করতে মোটেও বেগ পেতে হয়নি ৪২ বছর বয়সী এই তারকাকে। কারণ কয়েকদিন আগেই তিনি ‘আমেরিকান আইডল’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব নিয়ে ২০ মিলিয়ন ডলার নিজের পকেটে পুরেছেন।

সম্প্রতি মার্ক অ্যান্থনির সঙ্গে ৭ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন লোপেজ। কাজেই তাদের ৩ বছর বয়সী জমজ সন্তান ম্যাক্স এবং এমিকে নিয়েই নতুন এই বাড়িতে উঠছেন তিনি। 

অবশ্য শিগগিরই নতুন কোনো মনের মানুষ খুঁজে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লোপেজ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিলো মার্কের সঙ্গে বিচ্ছেদ। তবে আমি সবসময়ই আশাবাদী মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। আবারো ভালোবাসার মানুষ খুঁজে পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons