প্রাচী দেশাই ছেড়ে দিয়েছেন তো কী হয়েছে; মহেশ ভাটের দল এরই মধ্যে খুঁজে পেয়েছেন তাদের ছবির নতুন মুখ। সাহসী বাঙালি অভিনেত্রী পাওলী দামের ওপরেই এবার চোখ পড়েছে তাদের। শ্রীলঙ্কান এবং ইতালিয়ান দুটি ছবিতে খোলামেলা এবং অন্তরঙ্গ দৃশ্যে পাওলির বিবসনা অভিনয়ই নাকি নজর কেড়েছে ভাটদের। আর তাই ‘জান্নাত টু’-এর জন্য পাওলির কথাই ভাবছেন তারা। খবর সান্তাবান্তাডটকম-এর। কলকাতার অভিনেত্রী পাওলির সঙ্গে ছবিটির প্রযোজনা সংস্থাটি ইতোমধ্যে চুক্তিও সাক্ষর করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, বিপাশা বাসুর ‘জিসম’ এবং মল্লিকা শেরওয়াতের ‘মার্ডার’ ছবির চেয়েও যৌনাবেদনে ভরপুর একটি ছবি হতে যাচ্ছে ‘জান্নাত টু’। আর এরকম একটি ছবির অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকাতেই ছবিটি শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছেন প্রাচী দেশাই।
সম্প্রতি ইতালিয়ান ছবি ‘চোলি কে পিছে’-এর জন্য টপলেস হয়ে অভিনয় করতে রাজী হয়েছেন পাওলি। এর আগে তিনি একটি শ্রীলঙ্কান ছবিতে পুরোপুরি বিবসনা হয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রীতিমতো ঝড়ই তুলে দিয়েছিলেন। আর তাই ‘জান্নাত টু’ ছবির অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয়ে তার আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না পাওলির।
পাওলির ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও, পরিচালক দেশমুখ প্রাচী দেশাই- এর ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘প্রাচী শুরু থেকেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে তার আপত্তির কথা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। আর তাই স্ক্রিপ্টে এরকম কিছু দৃশ্য যোগ করার পর তার আপত্তির বিষয়টিকে আমরা সম্মানের সঙ্গেই নিয়েছি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১০:৫৬ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন