ws
ফ্রেইবার্গ, জার্মানি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দেশ জার্মানি সফররত পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন ক্যাথলিক চার্চ সমকামী বিবাহ মেনে নিতে পারে না। জার্মানির ফ্রেইবার্গ শহরের কাছে ত্রিশ হাজার তরুণ অনুসারীর এক সমাবেশে তিনি একথা বলেন।
এদিকে, আগামী বছর পোপ বেনেডিক্ট পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইটালির এক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছে ভ্যাটিকান।
সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে ফ্রেইবার্গের সমাবেশে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ক্যাথলিক চার্চের জন্য ক্ষতিকর 'বিচ্ছিন্ন বিশ্বাস' থেকে দূরে থাকার জন্যও তিনি তাদের উপদেশ দেন।
জার্মানি সফরের তৃতীয় দিনে পোপ বেনেডিক্ট দক্ষিণাঞ্চলীয় ক্যাথলিক অধ্যুষিত ফ্রেইবার্গ শহরে যান। সেখানে তিনি তার সফরে সবচেয়ে উষ্ণ অভ্যর্থনা পান।
উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, "প্রযুক্তিগত অগ্রগতি সত্বেও যে বিশ্বে আমরা বাস করি তার কোন উন্নতি হচ্ছে বলে মনে হয় না। বিশ্বে এখনও যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, রোগ, চরম দারিদ্র ও ক্ষমাহীন দমনপীড়ন চলছে।"
তিনি সমাজ থেকে এসব অশুভ প্রভাব দূর করতে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানান এবং তাদের 'বিচ্ছিন্ন খ্রিস্টান' না হওয়ার পরামর্শ দেন।
এর আগে অর্থোডক্স খ্রিস্টান নেতাদের সাথে এক বৈঠকে তিনি গর্ভপাত, ইচ্ছামৃত্যু ও সমকামী বিয়ের বিরুদ্ধে বক্তব্য দেন।
রোববার ইটালির লিওবেরো দৈনিকে ক্যাথলিক লেখক আন্তোনিও সোসি বলেন, আগামী ২০১২ সালের এপ্রিলে ৮৫ বছর পূর্ণ করা পোপ বেনেডিক্ট পদত্যাগ করবেন। তবে কি কারণে পোপ পদত্যাগ করবেন তার কোন কারণ বা সূত্র এ সংবাদের কোথাও তিনি উল্লেখও করেন নি।
ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফ্রেডেরিকো লম্বার্ডি সোসির বক্তব্য অসার বলে বাতিল করে দেন।
তিনি বলেন, "এ বয়সেও পোপ বেনেডিক্টের স্বাস্থ্য খুব ভালো আছে। পদত্যাগ করার মতো কোন কারণ ঘটে নি। আমরা এ বিষয়ে কিছু জানি না। যে লিখেছে তাকেই জিজ্ঞেস করুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
|
এদিকে, আগামী বছর পোপ বেনেডিক্ট পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইটালির এক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছে ভ্যাটিকান।
সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে ফ্রেইবার্গের সমাবেশে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ক্যাথলিক চার্চের জন্য ক্ষতিকর 'বিচ্ছিন্ন বিশ্বাস' থেকে দূরে থাকার জন্যও তিনি তাদের উপদেশ দেন।
জার্মানি সফরের তৃতীয় দিনে পোপ বেনেডিক্ট দক্ষিণাঞ্চলীয় ক্যাথলিক অধ্যুষিত ফ্রেইবার্গ শহরে যান। সেখানে তিনি তার সফরে সবচেয়ে উষ্ণ অভ্যর্থনা পান।
উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, "প্রযুক্তিগত অগ্রগতি সত্বেও যে বিশ্বে আমরা বাস করি তার কোন উন্নতি হচ্ছে বলে মনে হয় না। বিশ্বে এখনও যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, রোগ, চরম দারিদ্র ও ক্ষমাহীন দমনপীড়ন চলছে।"
তিনি সমাজ থেকে এসব অশুভ প্রভাব দূর করতে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানান এবং তাদের 'বিচ্ছিন্ন খ্রিস্টান' না হওয়ার পরামর্শ দেন।
এর আগে অর্থোডক্স খ্রিস্টান নেতাদের সাথে এক বৈঠকে তিনি গর্ভপাত, ইচ্ছামৃত্যু ও সমকামী বিয়ের বিরুদ্ধে বক্তব্য দেন।
রোববার ইটালির লিওবেরো দৈনিকে ক্যাথলিক লেখক আন্তোনিও সোসি বলেন, আগামী ২০১২ সালের এপ্রিলে ৮৫ বছর পূর্ণ করা পোপ বেনেডিক্ট পদত্যাগ করবেন। তবে কি কারণে পোপ পদত্যাগ করবেন তার কোন কারণ বা সূত্র এ সংবাদের কোথাও তিনি উল্লেখও করেন নি।
ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফ্রেডেরিকো লম্বার্ডি সোসির বক্তব্য অসার বলে বাতিল করে দেন।
তিনি বলেন, "এ বয়সেও পোপ বেনেডিক্টের স্বাস্থ্য খুব ভালো আছে। পদত্যাগ করার মতো কোন কারণ ঘটে নি। আমরা এ বিষয়ে কিছু জানি না। যে লিখেছে তাকেই জিজ্ঞেস করুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম




১০:৫০ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন