নূরে জান্নাত চীনের তিয়ানআনমেন পর্বতচূড়া থেকে লাফ দিলেন এক রোমাঞ্চপ্রিয় আমেরিকান স্টান্টম্যান। নাম তাঁর জেব কার্লিস। লাফিয়ে পড়ার সময় তিনি একটি বিশেষ ডানাযুক্ত স্যুট পরেছিলেন। ৩৫ বছর বয়সী জেব জানান, 'এ ধরনের কাজে সফল হওয়ার জন্য আবহাওয়ার ঘূর্ণনের গতি গুরুত্বপূর্ণ।' জেব কার্লিস এর আগে প্যারিসের আইফেল টাওয়ার ও মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের চূড়া থেকে লাফ দেওয়ার জন্য পরিচিতি লাভ করেন।




১২:৫২ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন