মৃত এক বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বছরের পর বছর ধরে এই অদ্ভুত কাজটি করে চলেছেন জেলি রোজি! অনেক বছর আগে রোজি আর তাঁর বন্ধু প্রতিজ্ঞা করেন, আগে মারা যাওয়া বন্ধুর জন্য কফিন কিনে তাতে সৎকার করতে হবে বেঁচে থাকা বন্ধুকে।
১৯৮৩ সালের এক কার দুর্ঘটনায় রোজির মারা যাওয়ার খবর শুনে প্রতিজ্ঞামতো বন্ধু বাজার থেকে কফিন কিনে আনেন। খবরটি ছিল গুজব মাত্র। ১৯৮৮ সালে রোজির বদলে বন্ধুটিই আগে মারা যান। মৃত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত কফিনের বিছানায় ঘুমাবেন বলে জানিয়েছেন রোজি।




১২:৪০ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন