বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

 বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

সংগীতশিল্পী হাবিব আবার বিয়ে করলেন। কনের নাম রেহান। চট্টগ্রামের মেয়ে রেহান স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। গতকাল বুধবার রাতে চট্টগ্রামে মা ও খালার উপস্থিতিতে হাবিব বিয়ের কাজ সেরেছেন বলে জানান তাঁর বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পারিবারিক আরেকটি অনুষ্ঠানের কারণে ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলেও জানান তিনি। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গত এক বছর ধরেই রেহানের পরিবারের সঙ্গে হাবিবের মায়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। তবে গতকালের ব্যাপারটা একেবারেই হঠাত্ করেই হয়ে গেছে। খুব শিগগিরই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে হাবিবের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’
বর্তমানে হাবিব-রেহান দম্পতি চট্টগ্রামে অবস্থান করছেন। ফেরদৌস ওয়াহিদের কথার সূত্র ধরে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। হাবিবের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে হাবিব ওয়াহিদের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons