বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

রাজস্থানে পুরুষরাও সন্তান প্রসব করে!

ভারতের রাজস্থানে পুরুষরাও সন্তান প্রসব করা শুরু করেছেন! বিস্ময়ে থ মেরে গেলেন? আজব হলেও গুজব নয়, রাজ্যের কোটদা শহরে গোগুনদা কমিউনিটি হেলথ সেন্টার তার প্রসূতি রেকর্ডবুকে এমন তথ্য লিপিবদ্ধ করেছে! রেকর্ড বুক ঘেটে কমপক্ষে ৩২ জন পুরুষ সন্তান প্রসব করেছেন এমন তথ্য পাওয়া গেছে!
ঘটনাটি খুলে বলা যাক। রাজস্থানে নিরাপদে একটি সন্তান প্রসব করাতে পারলে প্রসূতি মা এবং ধাত্রী উভয়ে সরকারি সহায়তা পান। তাই নিরাপদ প্রসূতির তালিকা বাড়িয়ে ওই ক্লিনিকের অর্থলোভী কর্মকর্তা-কর্মচারিরা গণহারে নারী-পুরুষ উভয়ের নাম প্রসূতি হিসেবে তালিকাভুক্ত করে লাখ লাখ রুপি আত্মসাত্ করেছেন। গত শুক্রবার ওই ক্লিনিকের এই ‘প্রসূতি কেলেংকারি’ ফাঁস হবার পর ভারতজুড়ে হাসির রোল পড়ে গেছে। এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে।আরো আছে! শুধু পুরুষদের গর্ভে সন্তান জন্মদান নয়, ৬০ বছরের একজন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রসূতি হিসেবে। তিনি বছরে দুইবার সন্তান জন্ম দিয়েছেন! সীতা নামের আরেক নারীর নাম ২৪ বার কৌশলে ঢুকিয়ে দেয়া হয়েছে। অর্থাত্ তিনি বছরে ২৪ টি সন্তান জন্ম দিয়েছেন! এমনকি প্রেগন্যান্সি ওয়ার্ডের প্রধান হিসেবে যে মহিলা দায়িত্ব পালন করেন তিনি নিজের নাম রেকর্ডবুকে ১১ বার ঢুকিয়েছেন। অর্থাত্ চলতি বছর তিনি নিজেই জন্ম দিয়েছেন ১১ টি সন্তান!
উল্লেখ্য, ওই রাজ্যে নিরাপদে একটি সন্তান জন্মদানকারী মা ১৭০০ রুপি এবং ধাত্রী ২০০ রুপি করে পান। সরকারি তহবিলের এই অর্থ তসরুফ করতেই কাল্পনিক ও হাস্যকর প্রসবকাহিনীর এত আয়োজন। আইএএনএস।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons