নতুন গান ‘ক্রিমিনাল’-এর মিউজিক ভিডিওর জন্য বয়ফ্রেন্ড জেসন ট্রউকের সঙ্গে উত্তেজক দৃশ্যে অভিনয় করলেন ব্রিটনি স্পিয়ার্স। এই মিউজিক ভিডিওতে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দেখা যাবে ২৯ বছর বয়সী এই মার্কিন গায়িকাকে। খবর সান-এর।মিউজিক ভিডিওটিতে ব্রিটনি ও জেসন স্নানের উত্তেজক দৃশ্যসহ বিছানার দৃশ্যেও অংশ নিয়েছেন। মিউজিক ভিডিওতে চুমুর দৃশ্যেও দেখা যাবে এই জুটিকে।
উল্লেখ্য, লন্ডন রায়টসের মাত্র এক সপ্তাহ পরেই যুক্তরাজ্যের স্টোক নিউইংটনে মিউজিক ভিডিওটির শুটিংয়ে অংশ নিয়েছেন ব্রিটনি ও জেসন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১১:১১ AM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন