বয়ফ্রেন্ডের সঙ্গে ভুবন ভোলানো একটি দিন সৈকতের বালুকায় অতিবাহিত করেছিলেন মাইলি সাইরাস। কিন্তু পরে টের পান, তার বিকিনি পরা ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। বয়ফ্রেন্ডের সঙ্গে সমুদ্র সৈকতে বিকিনি পরে ঘুরছেন- এমন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় যেমন ক্ষুব্ধ হয়েছেন, তেমনি বিচলিত ও বিমর্ষ হয়ে পড়েছেন তিনি। খবর পিটিআই-এর। সম্প্রতি মাইলি তার বয়ফ্রেন্ড লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সৈকতে ঘুরছিলেন। তাদের মধুর সময়টাকে ক্যামেরাবন্দী করতে কেউ ওঁত পেতে রয়েছে- এমন কথা ভুলেই গিয়েছিলেন তারা। এসময় পোশাক নিয়েও মোটেও সচেতন ছিলেন না তিনি। মাইলি’র অসচেতনতার এ সুযোগটিই নিয়েছেন পাপারাজ্জিরা।
নিজের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় টুইটারে মাইলি লিখেছেন, ‘আমাদের ছবি তোলা হচ্ছে- এমন ধারণাও ছিলো না। এদিনটি আমার এবং লিয়ামের ভুবন ভোলানো একটি দিন ছিলো। এই সুযোগটিই হাতিয়ে নিয়েছে পাপারাজ্জিরা।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১১:১৩ AM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন