শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

বিগ বি'র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

সম্প্রতি বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি শিখ সংগঠন। খবর আইএএনএস-এর।

১৯৮৪ সালের নভেম্বরে সংঘটিত শিখ বিরোধী দাঙ্গায় অমিতাভের বিতর্কিত ভূমিকার কারণেই সম্প্রতি অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশনস বরাবর এই অভিযোগ দায়ের করেছে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন।

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় ভুক্তভোগীদের পক্ষে এই অভিযোগ দায়ের করেছে এসএফজে।

এ প্রসঙ্গে এসএফজে’র লিগ্যাল অ্যাডভাইজার গুরপাতওয়ান্ত সিং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিমিনাল কোড অ্যাক্ট ১৯৯৫ অনুযায়ী, বিশ্বের যে কোনো প্রান্তে ঘটা মানবতাবিরোধী অপরাধের জন্য অস্ট্রেলিয়ার আদালতে বিচার করা যাবে। অস্ট্রেলিয়ায় অবস্থানকারী যেকোনো বিদেশী নাগরিককেই এই বিচারের আওতায় আনা সম্ভব।’

উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ায় ‘দ্য গ্রেট গাটসবাই’ ছবির শুটিং শেষ করেছেন অমিতাভ। ২০ অক্টোবর বৃহস্পতিবার সেখানকার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে সম্মানসূচক ডক্টরেড ডিগ্রি প্রদান করা হচ্ছে তাকে। 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons