একেই সম্ভবত বলে মরার ওপর খাড়ার ঘা। একে তো অ্যাস্টন কুচারের বেলেল্লাপনায় তাকে ডিভোর্স দেয়ার চিন্তা করছেন ডেমি মুর। তার ওপর আবার তাদের বিয়েটাই অবৈধ বলেই দাবী করেছেন মার্ক আইসেন নামের এক ব্যক্তি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।মার্কের ভাষ্যে, ‘কাবালা ধর্মের অনুসারী ডেমি ও কুচার তাদের বিয়ে নিয়ে রীতিমতো মিডিয়া সার্কাস দেখিয়েছেন। তাদের বিয়েটাকে স্রেফ পাবলিসিটি স্টান্টই বলা যায়। মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই বিয়ে নামের খেলা খেলেছিলেন তারা। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, তাদের বিয়েটা মোটেও বৈধ নয়।’
মার্ক আরো বলেছেন, ‘যদিও আমি কাবালা ধর্মের অনুসারী নই, তারপরও কাবালা রীতির বিয়ের ইতিহাস ঘেঁটে দেখেছি। অনেক বইও পড়েছি। কিন্তু কোথাও তারা যেভাবে বিয়ের অনুষ্ঠান করেছেন, তেমন উদাহরণ খুঁজে পাইনি। এ ধরনের অবৈধ কার্যকলাপের কারণে চলতি বছরের ২৯ মার্চ আমি একটি মামলাও দায়ের করেছি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৭:২৩ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন