তাসমিয়া তাহসিন
পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রত্নতত্ত্ববিদ হিসেবে নিজের নাম রেকর্ড বইতে লিখিয়ে নিয়েছে যুক্তরাজ্যের চিপেনহামের অধিবাসী অ্যামেলি ব্যালার্ডি। পাঁচ বছর বয়সী এমিলি মাটি খুঁড়ে বের করেছে প্রায় ১৬০ মিলিয়ন বছরের পুরনো দুর্লভ জীবাশ্ম। জীবাশ্মটির নাম রিনিকিয়া ওডিসিয়াস। ছোট্ট এমিলি যেটাকে ডাকছে স্পাইক বলে। এই আবিষ্কারের নেপথ্য ঘটনা হলো_কস্টওয়ার্ড ওয়াটার পার্কে বাবার সঙ্গে ঘুরতে গিয়েছিল এমিলি। অন্য সব বাচ্চার মতো সেও প্লাস্টিকের শাবল দিয়ে মাটিতে গর্ত করতে থাকে। কিন্তু তার গর্ত থেকে বের হয়ে আসে দুর্লভ একটি জীবাশ্ম। জীবাশ্মটি প্রায় ১৬২ দশমিক ৮ মিলিয়ন বছরের পুরনো এক ধরনের শামুকের, যেটির ব্যাস ১৬ ইঞ্চি। জীবাশ্মটি খুঁজে পাওয়ার পর সেটি তুলে দেওয়া হয় ভূতত্ত্ববিদের হাতে। ২০১০ সালের মার্চে এমিলি এ জীবাশ্মটি পাওয়া সত্ত্বেও মাত্র গত সপ্তাহে সে আবার তার স্পাইককে দেখার সুযোগ পায়। রিনিকিয়া ওডিসিয়াসের জীবাশ্মটি প্রদর্শিত হচ্ছে কিরেনচেস্টারের কাছে গেটওয়ে ইনফরমেশন সেন্টারে। অনেক দিন পর জীবাশ্মটি দেখে এমিলি জানায়, 'ওটাকে দেখতে পেয়ে আমি অনেক আনন্দিত। প্রথমে এটি পেয়ে দারুণ খুশি হয়েছিলাম। কিন্তু এখন এটাকে দেখতে আরো চকচকে লাগছে।'




১২:৩৫ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন