skip to main |
skip to sidebar
আফিয়াত হাসিন
১৭ বছর বয়সী মিসরীয় আরবি ঘোড়া লুইস, তার ৩৫ বছর বয়সী মালিক লিন্ডা গুয়ান্তির অনুকরণে যোগব্যায়াম করে! কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লিন্ডা একবার পড়ে গিয়ে পিঠের সমস্যায় আক্রান্ত হন। পিঠের শক্তি বাড়ানোর জন্য যোগব্যায়াম শুরু করেন তিনি। লিন্ডা বলেন, 'আমি বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম, যখন দেখেছি সে ইয়োগা করছে! লুইস এখন এমন কষ্টকর অবস্থানেও শান্ত থাকতে শিখে গেছে, যেখানে অন্য ঘোড়া হলে ভয় পেয়ে যেত। এটা তাকে ফিট রাখতে সাহায্য করবে।' লিন্ডা তাকে এখন 'বো'-এর মতো অনেক জটিল ব্যায়ামও শিখিয়ে দিয়েছেন, যাতে তাকে সামনে নতজানু হয়ে মাথা মাটিতে ঠেকিয়ে রাখতে হয় এবং নমনীয়তা বাড়ানোর উদ্দেশ্যে ঘাড়ের সামনের দিকটা প্রসারিত করে দিতে হয়। দীর্ঘদিনের অভিজ্ঞ এই ঘোড়া এখনো তার বয়স এবং গাঁটের অনমনীয়তাকে হারিয়ে দিয়ে তার মালিকের সঙ্গে সঙ্গে ইয়োগা করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন