skip to main |
skip to sidebar

১:৫৬ PM

Akashnill
No comments
হ-বাংলা বিনোদন রিপোর্ট : বর্তমানে বেশ তোলপাড় শুরু হয়েছে বিশ্বনন্দিত মডেল মিরান্ডা কেরের নগ্ন কিছু ছবি নিয়ে। আর সবচেয়ে অবাক করার ঘটনা হলো, এই ছবিগুলো প্রকাশ করেছেন তারই স্বামী ওরলান্ডো ব্লম। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নীল চোখা মিরান্ডাকে ‘রেগ এন্ড বোন ফল-২০১১’-এর ক্যাম্পেইনের মডেল হওয়ার জন্য প্রস্তাব করে ইউএস ফ্যাশন ফার্ম। সেই প্রস্তাবে রাজি হয়ে যান মিরান্ডা। বিচ এবং হোটেলের বেশ কিছু লোকেশনে এর জন্য ছবি তোলেন তিনি। আর এই ছবিগুলো তোলেন তার স্বামী অভিনেতা ওরলান্ডো। নিউজিল্যান্ডে ছবির শুটিং করতে গিয়ে মিরান্ডাকে সঙ্গে নিয়ে যান ওরলান্ডো। আর সেখানেই ক্যাম্পেইনের জন্য ছবিগুলো তুলে ফেলেন তিনি। এর আগে বিকিনি কিংবা সুইমসুট পরে বেশ কয়েকবারই মডেল হিসেবে পোজ দিয়েছেন মিরান্ডা। কিন্তু নগ্ন পোজ দিলেন এ প্রথম, তাও আবার একটি ক্যাম্পেইনের জন্য। ব্যাপারটা অনেকেই হজম করতে পারেননি। একটি ছবিতে মিরান্ডা পোজ দিয়েছেন শুধু জিন্স পরে। শরীরের ঊর্ধ্বাঙ্গে কিছুই ছিল না। বক্ষ সৌন্দর্য হাত দিয়ে ঢেকে রেখেছেন তিনি। আরেকটি ছবিতে বিচের পাড়ে নগ্ন অবস্থায় শুয়ে ছবি তুলেছেন মিরান্ডা। ছবিগুলো বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের বদৌলতে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, শুধু প্রচারণার জন্যই নিজের স্ত্রীর এই নগ্ন ছবিগুলো প্রকাশ করেছেন ওরলান্ডো। তবে এই ছবিগুলো নিয়ে আলোচনা-সমালোচনার বিপরীতে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেটের মডেল মিরান্ডার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন