এর আগে গার্লফ্রেন্ড সেলেনা গোমেজকে নিয়ে রোমান্টিক সময় কাটাতে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ছবিটি একান্তে দেখার ব্যবস্থা করেছিলেন টিন পপ তারকা জাস্টিন বিবার। ‘টাইটানিক’ অভিসারের পর এবার হিউ জ্যাকম্যানের নতুন ছবি ‘রিয়েল স্টিল’ দেখার ক্ষেত্রেও একই কাজ করলেন এই তারকা জুটি। সম্প্রতি কানাডার লিভার সিটি পোলো পার্ক সিনেমাজ নামের একটি মুভি থিয়েটারের পুরো একটি হলই বিবার ভাড়া করে ফেললেন প্রেয়সীকে নিয়ে একান্তে ছবিটি দেখার জন্য। খবর পিটিআই-এর। ১৭ বছর বয়সী এই পপ তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘পুরো ঘটনাটি যেন একান্ত ব্যক্তিগত থাকে এবং নিরাপত্তা ব্যবস্থাটি যেন হয় নিশ্চিদ্র- এর সবকিছু শুরুতেই নিশ্চিত করেছেন বিবার। তিনি পুরোটা সময় জুড়েই খুব বিনয়ী ছিলেন। ছবি দেখা শেষ করে চলে যাওয়ার আগে তারা সবাইকে ধন্যবাদও দিয়ে গেছেন।’
এদিকে, কানাডায় একটি আইস হকি ম্যাচও দেখতে গিয়েছিলেন এই জুটি। এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘খেলা দেখার চেয়ে অধিকাংশ সময় জুড়েই তারা ব্যস্ত ছিলেন এক অপরের সঙ্গে চুমু বিনিময় এবং ঘনিষ্ঠ সময় কাটাতে।’
বিডিনিউজটেয়েন্টিফোরডটকম




১:০৫ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন